
প্রকাশিত: Thu, Jul 20, 2023 10:29 PM আপডেট: Tue, May 13, 2025 4:54 AM
[১]‘সরকার ব্যবস্থা না নিলে, আমরা নেব’: মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র ও দলবদ্ধ ধর্ষণ সম্পর্কে সতর্কবাণী ভারতীয় সুপ্রিম কোর্টের
ইমরুল শাহেদ: [২] জাতিগত দ্বন্দ্বে বিদীর্ণ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিও এবং গণধর্ষণের অভিযোগ নিয়ে এ বার কড়া প্রতিক্রিয়া জানালো ভারতের সুপ্রিম কোর্ট। সূত্র: আনন্দবাজার
[৩] গত আড়াই মাস ধরে মণিপুরের ধারাবাহিক সংঘর্ষ নিয়ে মুখ না খুললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দুই মহিলাকে নির্যাতনের ঘটনার নিন্দা করেন। লোকসভা অধিবেশনের যোগ দিতে সংসদ ভবন চত্বরে পৌঁছে তিনি বলেন, ‘মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের পক্ষে লজ্জার। ওই ঘটনার জন্য দেশের ১৪০ কোটি মানুষের মাথা হেঁট হয়ে গিয়েছে।’ দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় তিনি ব্যথিত এবং ক্রুদ্ধ বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ ভাবে মণিপুরের পাশাপাশি কংগ্রেস শাসিত রাজস্থান এবং ছত্তীসগঢ়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের বার্তা দেন তিনি। সূত্র: এনডিটিভি
[৪] বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অবিলম্বে এ নিয়ে কেন্দ্র এবং মণিপুর সরকারের রিপোর্ট তলব করেছে। সেই সঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের হুঁশিয়ারি, ‘বিষয়টি নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে সরকার কোনও পদক্ষেপ না নিলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিতে বাধ্য হবে।’ আজ শুক্রবার আবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
[৫] বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে এই ধর্ষণ নিয়ে দলবদ্ধ ধর্ষণের একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও অনতিবিলম্বে গ্রেপ্তার করা হবে।
[৬] বৃহস্পতিবার দিল্লির পার্লামেন্ট অধিবেশনে সদস্যরা মণিপুর ইস্যুতে আলোচনা দাবি করলে পার্লামেন্ট কার্যক্রম ব্যাহত হয়।
[৭] ভিডিওতে দেখা যায়, কাংকোপকি জেলার কুকি-জো উপজাতির এই নারী দলবদ্ধ ধর্ষণের পর নগ্ন অবস্থায় রাস্তায় ছেড়ে দেওয়া হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, দুই নারী কাঁদছে, ব্যথায় কাতরাচ্ছে এবং হাত জোড় করে দয়া ভিক্ষা করছে। দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটেছে, তাদের বাড়িটি পুড়িয়ে দেওয়ার পর। দুইজনকে এখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগে বলা হয়েছে, তৃতীয় আরো একজন নারীকে নগ্ন করা হয়েছে। তাকে ভিডিও ফুটেজে দেখা যায়নি।
[৮] বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মণিপুরের ওই ভিডিও ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভারতজুড়ে। ছবিটি গত ৪ মে তোলা বলে দাবি মণিপুর পুলিশের। থৌবল জেলায় নংপোক সেকমাই থানার অদূরে ওই দুই মহিলার উপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে। যদিও একটি সংগঠনের দাবি, ঘটনাটি কঙ্গপকপি জেলার। বিরোধীদের দাবি, ঘটনার কয়েক দিন পরেই এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
[৯] বুধবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই ‘সক্রিয়’ হয়েছে বিজেপি শাসিত মণিপুরের পুলিশ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বৃহস্পতিবার জানিয়েছেন ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। টুইটারে তিনি লিখেছেন, ‘ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের যাতে মৃত্যুদণ্ডের সাজা হয়, তা নিশ্চিত করব আমরা।’
[১০] গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল বিজেপি শাসিত রাজ্যটিতে। মণিপুর হাই কোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এর পরেই কুকি, জড়ো-সহ বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সংগঠনগুলো তার বিরোধিতায় পথে নামে। আর সেই ঘটনা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় সেখানে।
[১১] জাতিগত দ্বন্দ্বের সূচনা পর্বেই দুই মহিলা দলবদ্ধ ধর্ষণ এবং বিবস্ত্রের শিকার হলেও ৭৭ দিন পরে কেন পুলিশ সক্রিয় হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এখনও পর্যন্ত মণিপুরে গোষ্ঠীগত সংঘর্ষে প্রায় দু’শো মানুষের মৃত্যু এবং ৬০ হাজারের বেশি গৃহহীন হয়েছেন। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার বলেন, ‘প্রধানমন্ত্রীর নীরবতা এবং নিষ্ক্রিয়তা মণিপুরকে নৈরাজ্যের দিকে নিয়ে গিয়েছে।’
[১২] সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবিটি সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। সম্পাদনা: সালেহ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
